স্নেহ মিশ্রিত আশিস
স্মৃতির বিরামহীন তৃপ্তি
অক্লান্ত পরিশ্রমের ফসল
বক্ষপটে নেচে চলা অবিরত
শুধু আশার ঝুলি ,
আর তাকে ঘিরেই স্বপ্ন দেখা ।
স্বপ্ন শেষে
বাস্তবের কঠিন থেকে ,
কঠিনতম লড়াই...
এসবের মানে কি জীবন ??