( ১ )
ঝরঝর শ্রাবণ
টলমল দুনয়নে
প্লাবিত মনন
বিস্মিত চিত্তে
হারিয়ে যায়
কৌতূহলী টানে।
বড্ড ভাবায়
ঝালমলে চকচকে
গালভরা হাসি
জানিনা কবে
ডুব দিয়েছি
নব যৌবনে ।।
( ২ )
সৃষ্টি ছাড়া
বাঁধন হারা
প্রেমের গানে
নতুন প্রানে
পাচ্ছি খুঁজে
বাঁচার মানে
দারুন দিনে
আজ শ্রাবণে ।।