খামখেয়ালি কলমে আজ লিখছি যা তা গল্প না
মেঘের দেশের জলছবিতে স্বভাব-কবির জল্পনা
কাটলো যে দিন নিয়ম মেনে
দিন গুনে আর নিষেধ শুনে
পায়ের বেড়ি জড়াল ধরি
স্তব্ধ হল কল্পনা ।
ইতিহাসের পাতায়ই শুধু ভাল লাগে কলম্বাস
দশটা পাঁচটা সুখীজীবনে কাটুক বাবা বারোমাস।
মোদের যুদ্ধ মাছবাজারে ;ফেসবুকেতে মোরা স্বাধীন
পেটিম আর এটিমে যুদ্ধ করুক ভারত চিন ।
আমরা মশাই তোফা আছি বঙ্গদেশের লন্ডনে
চপমুড়ি আর মাইক শিল্পে রবীন্দ্রজ্ঞান টনটনে ।