কত কথা রয়ে গেছে বাকি
কত কিছু বলা হল না
জীবনের গোলোকধাঁধায়  
অনেকেই রাস্তা হারায়
নিয়মের বেড়াজাল ভেঙ্গে
কত পথ চলা হল না।
স্বপ্নরা আজকে ফিকে
জীবনের রোজনামচায়
হারিয়ে যে গেল কত ভোর
থোর-বড়ি-খাড়া-বড়ি-থোর
সময়ের তীব্র স্রোতে
দিন আসে দিন চলে যায়।
বন্ধ যে আজ সব দ্বার
তাহলে কি মেনে নেব হার?
...শেষ বাড়েতে চল বেড়াগুলো ভাঙ্গি
বলে যে যা বলুক অন্য লোক
চল একবার বাঁচার জন্য বাঁচি
আর একবার শেষ লড়াই হোক।