নকশিকাঁথার মাঠ পেরিয়ে ছোট্ট একটা গ্রামে
তুলিতে আঁকা রাঙা মাটি যেখানে এসে থামে,
একটা ঘোর বাদল দিনে স্কুল গিয়েছে ছুটি
বাড়ির পথে টুবাই আর রাই, চলছে খুনসুটি
আকাশ ভেঙ্গে বৃষ্টি এল, একটা ছাতার তলায়
মনের মাঝেও বৃষ্টি ওদের, আনন্দ পথ চলায় ।
হাটতে বেরোয় শিল্পা সুনীল দেখতে সানরাইজ
বাড়ি ওদের সি লিঙ্কের পাশেই যে হাই রাইজ,
একই ফ্লোরেই থাকে ওরা, অফিসও পাশাপাশি
মুখ দেখাতেই আটকে আলাপ, বা আলগা হাসি,
প্রথম যখন মুম্বাইতে বর্ষা এসে নামে
বর্ষা আসে ধারাভিতে আর ইন্সটাগ্রামে।