আকাশের তারা সাদা সে ফোয়ারা
নিশুতি রাতেতে মিটমিট করে চায়,
সময়ের সাথে তার কথা বলা
বিগব্যাং থেকে শুরু তার চলা
......আজো জেগে সে কিসের অপেক্ষায়।
পথ চলা তার হয়নি যে শেষ
ভাঙ্গে আর গড়ে দেশ মহাদেশ
কি যে খোঁজে তারা প্রতি মুহূর্ত,
যে তারা ছিল সবচেয়ে নিজের
সবথেকে প্রিয় সবচেয়ে কাছের
এক্সপ্যান্সনে বেড়েছে দূরত্ব।
আকাশের তারা চোখেতে ইশারা
আজো তাই জেগে প্রতীক্ষায় ,
সাথীহারা দুই তারারা রাতেতে
চেনা মুখ দুটো চায় খুজে পেতে
তাই তো রাতেতে ঝিকমিক করে চায় ।
লক্ষ আলোকবর্ষ পেরিয়ে
ছুটছে সে আলো আলোর বেগে
প্রতীক্ষার হবেই অবসান;
একই সময়ে পৌঁছবে আলো
জানবে দুজনে দুজনেই জেগে
মুছে যাবে যত জমে থাকা অভিমান।