আকাংখার সমুদ্র পেরিয়ে
তোমার সামনে -
যে নতজানু প্রার্থনা আমার,
অথবা -
জীবনের দূরতম কক্ষপথে
অচেনা নক্ষত্রের মতো
তোমার অনন্ত পরিভ্রমন ;
আর আমার -
তোমাতে মাথা কুটে মরা
অনাবিস্কৃত স্বপ্ন যতো,
এবং -
অপেক্ষার সীমানা পেরিয়ে
ধেয়ে আসে যে অন্ধকার
অথবা হঠাৎ বিদ্ধ করে
যে বন্দি স্বপ্নগুলো ;
এই প্রশ্নে -
আর কতকাল এই কারাবাস !
অন্তরের অতলান্ত ছুঁয়ে যাওয়া
বিস্তীর্ন অবকাশের বিষয়গুলো
তবু তোমাকে চায় ;
জীবনের যাবতীয় তৃষ্ণা
এবং শেষ নিবারণে।।