বন্ধু তুমি কেমন আছো
নতুনের আহবানে অচিন শহরে
অচেনা পরিবেশে নতুন মোড়কে।

যে মুখে ছিল পূর্ণিমার চাদেঁর আভা
কেন আজ তাতে বিষণ্নতার কালো থাবা।

যে চোখের মনিতে ছিল রঙিন আলো
কেন আজ তা সুন্দর দৃষ্টি হারালো।

যে কন্ঠে শুনতাম উদ্দীপনার আওয়াজ
কেন আজ তাতে নিশ্চল-নিস্তব্ধতার সাজ।

দেখতে দেখতে সময় যে ফুরাল
বন্ধু তুমি একবার বল
কেন আজ তোমার এমন হল !