সুখ-দু:খ, হাসি-কান্না পরিবারের সাথে
নির্ধিদ্বায় করা যায় সবসময় লেনাদেনা।
সুসময়ে যেমন থাকে মমতার বন্ধন
অসময়েও কাছে আসে পরিবার সর্বপ্রথম।
বিপদে কোনখানে যদি না পাও ঠাঁই
পরিবার-ই তখন সবার একমাত্র সহায়।
কর্ম ব্যস্তময় হিজিবিজি ধূসর জীবন
পরিবারের নিখাঁদ ভালোবাসায় হয় মনোরম।
প্রিয়জনের আলতো হাঁসির ছোঁয়ায়
আশার আলোয় নতুন করে বাঁচতে শেখায়।
পরিবার এবং ভালোবাসা...
কখনো করা যায় না আলাদা।