মা,
আমি এখন বেশ বড় হয়েছি
ব্যস্তময় শহরে চাকরি পেয়েছি
তোমাকে ছাড়া একা একা থাকতে শিখেছি।
মা,
ভাল লাগে না ছকে বাধাঁ এমন কর্মজীবন
ভাল লাগে না কোলাহলময় শহুরে ধরন
ভাল লাগে না তোমায় ছাড়া থাকতে এমন।
মা,
ইচ্ছে করে তোমার কাছে চলে যায়
তোমার আচঁলের ছায়ায় নিজেকে লুকায়
তোমার মায়া-মমতায় নিজেকে হারায়।
মা,
বাস্তবতার কারনে যদিও আছি
আজ তোমার কাছ থেকে অনেক দূরে
মন যে পড়ে থাকে সদা তোমার দুয়ারে।