ভুলে যাওয়া
অনেক কবিতার ভীড়ে আমি দেখেছি
অনেক না জানা গল্প ।
আমি চেয়েছিলাম নদীর বুক  চিরে জেগে ওঠা একটা বালুচর।
উল্টো দেখেছি নদীর মরণ দশা
বুঝেছি
অনেক কিছুই চাইতে নেই
অনেক কিছুই পাওয়া হয় না।
তবুও জীবনকে লক্ষ্য করে
কেবলই সামনের দিকে এগিয়ে চলা ।

ভুল মানুষই করে
ভুলের শিকার মানুষই হয় ।
আমি চেয়েছিলাম একটি কুঁড়েঘর
সম্মুখে বয়ে যাবে একটা শান্ত নদীর স্রোতধারা ।চেয়েছিলাম একটা বট বৃক্ষ
আমাকে ছায়া দেবে
আর আমি বটবৃক্ষের গায়ে হেলান দিয়ে
কবিতা লিখব।
কিছুই হয়নি আমার লেখা
খালি খাতা নিয়ে বসে আছি ।
কুঁড়েঘর নেই,
বট বৃক্ষ নেই,
বয়ে চলা নদী নেই,
আছে শুধু হাহাকার!
যেখানে
জীবন অন্য কথা বলে
আমিও অন্য কথা শুনি।
  আমি যা বলতে চাই
আমার মনের বিবেকানন্দ
পুরোপুরি হতাশ হয়ে ফিরে যায়
পড়ন্ত বিকেলের কাছে।
এ বিকেল আমার নয়
আমার হতে পারে না
যেটুকু আমার ছিল
আমি সেটুকুই পেয়েছি।
যেটুকু আমার ছিল না
সেটুকু অন্য কেউ নিয়ে গেছে
এটাই নিয়তি,
এটাই জীবন চক্র,
বেঁচে থাকার আরেকটা আশা।