যা হবার তাই হয়েছে
যাকে ভালোবাসার কথা ছিল ।
সে পাখা মেলে ওড়ে গেছে অন্য কারো আকাশে
আর
আমি সাদা মেঘের ভেলায় ভেসে ভেসে যতদূর গিয়েছি
তারপর যাপিত জীবনের হিসেব কষে দেখি
পড়ে আছি  আঙ্গিনাতেই।

কোন সুধা পানের আশায় ছেড়েছি ঘর?
কোন ভালোবাসার পিপাসা মেটাতে গিয়েছি সমুদ্র স্নানে?

বরং ঘটা করে পেয়েছি দুঃখ পাথর
তছনছ হয়েছে বুকের পাঁজর।
ভেঙ্গে চুরে উল্টে গেছে ভালোবাসার সোনালী রং ।

চেয়েছিলাম গাঁয়ের মাটি পথ ধরে হেঁটে যাবো
একটা বিশ্বস্ত হাতের উপর আরেকটা বিশ্বস্ত হাত !ততক্ষণে
বড্ড দেরি হয়ে গেছে ।

বড় বড় চশমার ফাঁকে দেখেছি
অন্য কারো হাত আমার খুব বিশ্বস্ত হাতের উপর
খুব চেনা একটা হাতের উপর।

কান পেতে শুনেছি আমার স্বপ্ন ভাঙার বিকট আওয়াজ
দেখেছি অকালে ঝরে যেতে সুগন্ধি বকুল ফুল।