ভালোবাসা মানে প্রজাপতি
উড়ে এসে যখন একটা সুন্দর ফুলের উপরে বসে
উদ্ভিদবিজ্ঞানে কঠিন শব্দ সিমবায়োসিস, আর আমার?
আমার কাছে এই প্রজাপতি-ফুল
হাঁপানি রোগীর ভুলে হারিয়ে ফেলা ইনহেলার
অস্বস্তি আর যন্ত্রণার বিশুদ্ধ অক্সিজেন
পাঞ্জাবির পকেটে নিয়ে ঘুরে বেড়ানো ভাঙা চশমা
এই পরিপূরকতা আর প্রাপ্তিহীনতার ক্ষতিই
আমার কাছে প্রজাপতি আর ফুল
কি হয়েছে এই অবেলায় আবার?
এক ফুঁ-য়ে উড়িয়ে দেওয়ার মতন
ফুঁ দেওয়া রোগ হয়েছে আমার
প্রজাপতি এসে বসলেই আমার সব যায়!
আমি ধরে রাখতে পারি না
এক ফুঁ-য়ে ভালোবাসা উড়িয়ে দেই!