প্রচন্ড বিক্ষিপ্ত মেঘে বিষন্ন আকাশ,
বিষন্ন প্রকৃতির আয়োজন, ফুলের রঙে বিষন্নতা!
মগডালে জোড়া শালিকের চোখে-মুখে বিষন্ন ভাব,
নিঃসঙ্গ নীলগলা বসন্ত বউড়ি,
বিষন্নতা বয়ে চলে এক বসন্ত থেকে আরেক বসন্ত।
দুহাত ভরে বিষন্নতা ঢেলে দিয়ে,
উধাও হয়ে যায় পৃথিবীর বিষন্ন শিল্পী !