বলো আবার নীলাম্বরী হয়ে একদিন
অধিকার নিয়ে জড়িয়ে ধরবে আমায়
আমার কেঠো পথ থামিয়ে দিয়ে সেদিন,
বিস্মৃত ভাষায় গল্প শোনাবে
পৃথিবীর সব বিড়ম্বনা জড়ো করে
আমার নিখুঁত চোখ দুটো দেখবে
কৌশলে গান শুনবার বায়না ধরবে
অন্ধকারে বসে ভায়োলিন হাতে আমি
আকাশের তারা গুনবো সাতাশ, আটাশ, ঊনত্রিশ..
তুমি পাশে বসবে, মায়াভর্তি চোখ তোমার
গভীরতায় জোরে নিঃশ্বাস নিবে
নিয়ম ভেঙে প্রশ্ন করবো আমি
ভালোবাসো আমায়?
নিঃসংশয়ে বলবে, ভালোবাসি!