নারী মা জাতি
নয় তো ভোগের
কেন মা তুমি বুঝ না?
দশ জনের নয়,
বেহেস্ত তোমার একজনেরই পা-য়।
কে করল মগজ দোলায়,
হাঁটছো কেন অনলের অভয়ারণ্যে কোমর খানি দুলায়।
অ্যাম্বাসেডর কি তুমি পণ্যের,
নাকি পণ্যই তোমার বিজ্ঞাপন।
কেন? অযথা বেরুচ্ছ, ইম্প্রোভমেন্টের নামে স্বর্গ হতে নরকে,
মোবাইলের ইম্প্রোভ তো সেই করতে পারে,
যে গড়েছে।
তুমি কি জানো?
হাঁটতে হয় তার সাথে,
যে হাঁটতে জানে।
সে তো নিজেই যায় পড়ে,
কেন একমাত্র হাত ধরলে তারই,ভূল করে।
নারী মা জাতি
নয়তো ভোগের।