হঠাৎ মন গেলারিতে ভাসে তোমারই ছবি।
কি আজব যন্ত্র রে ভাই,
নির্দেশনা ছাড়াই সক্রিয় ইনপুট ডিভাই।

আজো কল্পনার এসিএল ভার্সনে,
রান করে তোমারই সাথে ধারণ করা ফাইল ছবি।
হায় প্রেম,
বনালি মোরে সাধারন কবি।

ভূলে থাকি,না চাইতেও।
চিন্তা করি না ভূলবো বা কাছে পাবো তোমায়,
তবুও কেন আচম্বিতি
কড়া নাড়ো মুহাজিরের ন্যায়,
আমি কি আজো ভালবাসি তোমায়।

সত্যি কি মনে করো না।
'না' করেছি যেদিন,
রাগ করেছো সেদিন ।


অনেক দেমাগ তোমার।

আমি কি আজো ভালবাসি তোমায়?