বাঙালি বাংলা বুঝি না
ইংরেজি সেটিং ফেসবুকে,
পারি না থাকতে,দুই মিটার
দূরে স্মার্টফোনটা রেখে।
লেটেস্ট স্ট্যাটাসটা সাড়া জাগানো,
লাইক পেয়েছি ক'টা?
কোন মন্তব্য না করলে
মনে হয় পিছিয়েছি,
আলোচিত হয়েছে
যে এ ব্যপারটা।
ফেসবুক ফেসবুক করে গেল মাথা
চালাইব চালাব ফেসবুক, পাই টাকা যেথা।
পড়াতে তো বসে না মন
খাবার টাইমেও চোখে থাকে ফোন।
ফেসবুক ফেসবুক
অনলাইনে দেখি নাম
বলি মূখ।
হা হা হা.......