কবি আমি হবই কবিতা আমি লিখবই
লিখব কি প্রেম
নাকি সমসেম।
মনে মনে ভাবি,কবিতা লিখলেম তো প্রকাশ করব নাকি?
দিতেও পারে পংক্তি খানি দুনিয়াকে ঝাকি।
আরেক মন বলে,মাথা নিচু হবে নাতো?
তবুও ছাড়ব না, কষ্ট পায় যত
কবি আমি হবই কবিতা আমি লিখবই
সব বুঝিয়া খাটে বসিয়া
নিলাম কলম খানা, কবিতা ফেললাম খাতায় লিখিয়া।