দুখু মিয়া নাম তোমার
দুঃখের সীমা নাই
বাপ হারিয়ে কাঁদ তুমি
মা ও ছাড়ে নাই।
সাহস আকাশচুম্বি
মিথ্যা শুনি নাই।
তুমি অষ্টম পড়
পড়লে না
গেলে বিশ্বযুদ্ধে
গান পারো ভাই
আযান পারো
হয়েছিল মুয়াজ্জিন
আযান দিয়েছো নামায পড়িয়েছো তাই।
ভুল পথে গেলেও ফিরে এসেছো
ভুল ছেড়েছো,সত্য ছাড়ো নাই।
তোমায় অনুসরণ করলেও
কবি লেখকেরা সহজ পথ পায়।
তুমি আছো হৃদয় ক্বাবায়
ধাক্কা খাচ্ছি বাঁচতে অবিরাম কায়।
তোমায় স্মরি তোমায় ভাবি
ছোট্ট থেকেই কি থেকে
হয়েছো কবি।
ঠিক থাকতে পারো না তুমি
মাজলুমের দুঃখে
তাইতো প্রতিবাদ করেছো
তুমি তোমার প্রতিটি বাক্যে।
তুমি হাসিয়েছো তুমি কাঁদিয়েছো
বাঁজিয়েছো অগ্নিবীণ।
তোমাকে আমরা চাইলেও
ভুলতে পারবো না কোনদিন!