মিথ্যার অপর নাম ধোঁকা
যাকে দিবে হবে বলদ বোকা
তুমি মিথ্যা কেন বল
বিশ্বাস মানুষের ভোষণ।
বিশ্বাস অমূল্য রতন
করে তোমায়
ধোঁকা দিলে পাবে না
হারিয়ে গেলে
শত চেষ্টা করেও ফিরিয়ে আনা
যাবে না।
মিথ্যা কথা মহাপাপ
সৃষ্টিকর্তা পুড়াবে শব
না করলে অনুতাপ।
আমি তুমি যেই
মিথ্যা কথার ঠাই না দেই।
মিথ্যা কথার অপর নাম ধোঁকা
যাকে দিব হবে বলদ বোকা।