আমি নিয়াজ মোর্শেদ। এই  ওয়েবসাইটে নতুন।নতুন হিসেবে ভূল হওয়াটা স্বাভাবিক।সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আমি কবি হিসেবেও নতুন বললেই চলে।কবিতাতে অমার্জনীয় কোন লেখা থাকলে ধরিয়ে দিবেন।

আমি কম বয়সীও  বটে।

আমার লেখা কবিতা ভাল আপনার নাও লাগতে পারে।সবার সবই পছন্দ হয় না।কেউ আছে দুধ খায় না সরি পান করে না,কেউ আছে গোস্ত  খায় না।তাই আমায় উপেক্ষা করবেন।পরের কবিতার অপেক্ষায় থাকুন..........

https://mobile.facebook.com/niaz.morshed