২১ তুই কেড়ে নিয়েছিলি
সালাম বরকত রফিককে
ভাষা যা দিয়ে কথা বলি
পেয়েছি তোকে।
নিমতলী পুড়ে হারিয়েছি
১২৪ প্রাণ
পায়নি কেমিক্যাল গোডাউন হেফাজত
চকবাজার চুড়িহাট্টা পুড়ে মারলি ৭৮ প্রাণ
২১ তোর মাধ্যমে কি পাব না?
ওয়াহেদ ম্যানশনগুলার নিচতলায়
রাসায়নিকের আগাগুনার নিরসন।