'বৃষ্টি' সে তো আমায় ভীষণ টানে,
কোন খানে ? ঠিক এই খানে !
ঝল মল প্রাণ নাচে,যে খানে ।
ঐ যে বনে !
সারি সারি আম্র ছায়ের ছোট্ট কোনে,
'বৃষ্টি' এলে জাগে প্রাণে,
সে তো জানে ! কৃষ্ণ রাধার আলিঙ্গনে,
সুখ ছিল কি সেই টানে ?
আকাশ জানে ! মেঘের ডাকে গীত বানে ।
বৃষ্টি সে কি জানে ?
ভেতর প্রাণে ডাক দিয়ে যায়,
রিম ঝিমিয়ে নানা রঙ্গে,
'বৃষ্টি' ভেজা উঠোন কোনে ।
বকুল শাখার পুষ্প ঘ্রাণে,
সুভাস ছড়ায় সেই খানে ।
নৃত্য রাঙ্গা সুরও তানে,
হৃদয় যেথায় ডাকে,গানে গানে,
তাহার সনে,প্রাণ ফিরে পায় হিয়ার পানে ।
'বৃষ্টি' সে তো আমায় ভীষণ চেনে ।
ঐ যে কোনে,
নতুন পুরান বন পাহাড়ের প্রপাত চুড়ার-
আবেশ ছোঁয়া ঋষি জানে,
পাইনি তারে আজও যে হায় !
ভালোবাসায়,ভুবন হিয়ার মোর সনে ।