সুন্দরকে ভালোবাসতে পাপ নেই ।
অথচ এত সুন্দর পুরবীতে-
অজস্র সুন্দর মুখের দেখা পেয়েও,
আমার পাশে প্রিয়া নেই ।
দুঃখিনী পৃথিবী,
তার রূপ নিয়ে যখন চেয়ে থাকে
প্রিয়ার মত করে,
গগন চুমে মেঘের বাঁকে বাঁকে,
আলোর কণিকারা এসে-
ঠিক তখনি-
সঙ্গ দেয় রূপসী ধরণীকে ।
তবে কেন,এ বাহুর বুকের পাশে,
আমার সুন্দরী প্রিয়া নেই ?
কোন সুদূরে সে হারিয়ে গেছে ?
না কি সে-
মৃত্যুতে আমায় মুক্তিতে বাঁচিয়েছে ?
উদিত সূর্য-
দিন শেষে নিজ রক্তিম আভা নিয়ে
সন্ধ্যা আধার বুকে হারায়,
চুপিসারে চুম দিয়ে
একে একে সত্যের নিবিড় ছায়ায়,
পাখিরা সকল,
নীড়ে ফিরে সুখ খুঁজে পায় ।
এমন সত্যের মুখোমুখি দাড়িয়ে-
আমি কেন আজও যে সেই ?
ছিলে তুমি ওগো জানি,
জগত ধরণীর চঞ্চল রাগিণী,
মোহ রেখায় বিচিত্র রূপিণী ।
ইচ্ছের হেয়ালী পনায়-
জ্বালিয়েছো তুমি আমার
অন্তঃপুরের হৃদয় অঙ্গ খানি ।
হে মোর,
ভালোবাসার প্রিয় প্রেমাঙ্গিনী,
ধরা দাও তব এ হৃদয়াঙ্গে,
নচেৎ তুলবো প্রলয় ধ্বনি
প্রেমাচিত্রের পতাকা হাতে-
আমারই প্লেটোনিক অঙ্গে ।
আসও, আসও তব তুমি,
আমার সঙ্গে, প্রেমারঙ্গে ।