সম্মানিত,
আজকের সভার প্রধান অতিথি,
ও সভাসদের সভাপতি,
এবং এই মহতী সভার
উপস্থিত আমার প্রিয় সুধীবৃন্দ,
রক্তিম শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন ।
আর যদি পারেন,
কেউ একজন,
বিরল ভঙ্গিমায় ঐ যে বসে আছে,
অর্থাৎ আমার প্রেমাংশু প্রিয়াকে,
শোভিত শুভেচ্ছা টুকু পৌঁছে দেবেন ।
যার নিদারুণ প্রেরনাময় ভালোবাসা,
চিনতে শিখিয়েছে আমাকে-
প্রেমের মহত্ত কে ।
সেই সাথে চিনতে শিখিয়েছে,
অজেয় কণ্টক পৃথিবীর
এই রক্তঝরা
ক্ষুদ্র সবুজমতি মাতৃ ভূমিকে ।
এ রকম অর্জিত বিজয় উপহার,
আর যদি কেউ পেয়ে থাকেন,
আমার মত করে,শুধু একবার,
অপূর্ব সব ঘৃণিত কবিতার সম্ভার নিয়ে
তাহার সম্মুখে,
মুখোমুখি গিয়ে সদর্পে দাঁড়ান ।
তবে,এখানে আমার বিশেষ আহ্বান,
সাবধান !
অকারণে উদ্দেশ্য-প্রণোদিত হয়ে
কিছু করতে কিংবা দেখাতে গিয়ে,
যেন তাহার নিকট হতে না হয় অপমান !
পুনর্বার বলছি,
আমার প্রেমাংশু প্রিয়দর্শিনীকে,
যার যে টুকু রয়েছে মান অভিমান,
আমার প্রতি দারুণ বিশ্বাসে
রয়েছে তার অতি সম্মান।
তাই হোক আজ !
এ সভায়,শপতে শ্লোগান-
'আমাদের আদর্শে থাকে যেন,
আজন্ম অমরত্বের বিধান ।'