উদভ্রান্ত এই বসন্ত নিশি ভোরে,
গেলে তুমি ছুটে-
অলিখিত বাঁশি হাতে,
আপন বীণায় বাজাতে বাজাতে,
কোন এক নতুন শহরের
অনন্য ওপাড়ে ।
আমি ঝরে পড়া এ রোদ দুপুরে,
নিলাম ছুটি-
নিষেধ মানা না মানা,
আঁকাবাঁকা পথটা ধরে,
অনেক দুরে ।
তোমার দেয়া প্রতিশোধ টা
আপন করে ।
ঠোটের কোণে ঐ তিলক টাকে,
স্বপ্ন ভেবে সঙ্গী করে,
অনেক দিনের এই শহরটাকে,
চরণ ফেলে কোন সে দুরে !
যাই যে চলে ?
বনলতা সেনের প্রেম টা থেকে,
হেটে হেটে আপন ভবে,
পাই বা না পাই আমার তরে !
রাত্রি দিন খাই যে গিলে,
নিশি কালো অন্ধকারে,
নিষিদ্ধ সব ছাইপাঁশ-
পেয়ালা ছেড়ে মোহের দুঃখে,
তাহার ঘরে অলিখিত প্রেমের
তিলক আঁকা বোতল ভরে ।