তরীতে তীরে নদী জল ছুঁই ঢেউকুল তটেতে বসি নিঝুম,
তনুতে গাল ভর করি ভাবি ধ্যানমগ্ন মনে আপন আবেশে,
সোনা ডাঙ্গা সাঁঝ বৈকাল রৌদ্র পরশচ্ছটায় গাত্র গহনে,
সবুজ দিগন্ত প্রান্তর চেয়ে থাকা নিঃসঙ্গ শোভা বিজনে,
কত যে নিশিদিন দুঃখ ভরা স্মৃতিমুখো বিনোদ আড্ডায়,
জগতের জানা অজানা আবশ্যক বোঝা মাথায় বহনে,
চাঁদ জোছনা বিভা প্রেম হরষে ভিজে লুকোয়ে খেলা করি,
কার ছায়া লয়ে ! ও গো ! সে কি তুমি ? সে কি তুমি ?
গড়েছে যে সরল স্বপ্ন রেখায় অনিন্দ্য রূপও শোভা বাসর,
প্রেরণাতে প্রেম সাধনায় গাথিছো যে ফুলমালা অনুভবে,
নীড়ে ফেরা দলছুট পক্ষীকুল বুঝে নিয়ে ভঙ্গিতে শুধায়,
প্রেম তো অমরালয়ের স্বর্গ হতে আসিয়াছে ধরাতে নামি,
সুখ দুঃখ অন্তর ফোরাত মায়ায় বাধিছো যে অমর বন্ধন,
মনোলোভা মানস জগতপটে অপার মোহে সাজাতে,
নও ! নও ! সে তো ! তুমি নও ! তুমি মোর ছায়া পুরাতন ?