জোছনা ভরা চাঁদ রাতে,
মিষ্টি মাখা সোনার আলো,
যখন তোমায় খুঁজে পেলো,
মরুর হৃদয় জানিয়ে গেলো,
দেখতে তোমায় লাগে ভালো ।
খেলছে খেলা তোমার সাথে,
মিটি মিটি তারার মেলা,
একটি দুটি মেঘের ভেলা,
চুপটি করে ঐ যে ওরা,
তোমার তরে খেলছে খেলা ।
এমনি করে নিঝুম রাতে,
দেখবো তোমায় মন জুড়িয়ে,
বলবো সখি হাজার কথা,
দিবা রাত্রি সারা বেলা ।
চাই যে আমি এমন ভুবন,
তোমার আমার সারা জীবন ,
রয় যেন রে, প্রেমের বরণ,
সুখের দোলায়-মন ও মনন ।