কতদিন পর,
হলো দেখা বন্ধুর সাথে এই পথে ।
কত যে খুঁজেছি তাকে,
জানা অজানা কণ্টক ঠিকানায় সাক্ষাতে ।
রেখেছ কি মনে !
ছায়াবীথি শীতল হওয়া
মায়াভরা হৃদয় মণিকোঠে ?
বেঁধেছ যে বাধন, অন্তর পরানে
স্মৃতিগাঁথা তুমি ছাড়া মোহন বালুতটে ।
সব ছেড়ে চলে গেলে ছুটে,
বন্ধু তুমি দূরদেশে বহুদূরে,
পারিনি তো এ মনকে বোঝাতে
যা কিছু গেছে এ প্রাণেতে ঘটে ।
আপন সাধনাতে গেলে চুকে,
পরানের সব লেখা টুটে,
ফিরবে কি ফিরবে না !
শতছায়া স্মৃতিমাখা কথা ভুলে,
বেদনায় কণ্টক ভরা নির্বাকে ?
বলে ছিলে তুমি-
‘বন্ধু হলো মিশে থাকা
আকাশ নীলে তারা,
চাঁদের আলোয়ে ভরে থাকা
কত শত স্মৃতির মনিমালা ।'
সে দিনও বলে ছিলে,
চোখ বুজে হেলায় ঠোটের চাতুরতায় ,
ভাসাবে যে ভেলা হৃদয় আদরে,
জলভরা নদীজলে ঢেউয়ের তালে তালে ।
ঐ যে সুদূর ওপাড়ে,
আছে আঁকা সেথা সুখভরা
মোহন রাঙ্গা গহিন বালুচরে ।