জনতার স্বাধীন রাজ্যে
জনতারা আজ অসহায় ও বন্দী ।
ক্ষমতায় নেতারা
নেতাদের করেছে যে গৃহবন্দি ।
হাইব্রিড নেতা ও আমলারা
পেয়ে গেছে ক্ষমতার গন্ধ,
ভোটহীন জনতার নেতা হওয়া
এটাই তো মহা আনন্দ ।
নীতিহীন জনতার রাজপথ
শপথ তত্ত্বের বেড়াজালে প্রতিবাদ বন্ধ,
ক্ষমতায় নেতাগণ
মিথ্যে ছলাকলা কৌশল বাহানায় অন্ধ ।
স্বপ্ন ভরা মানুষের এ দেশটায়,
যার যে টুকু আছে সুখ দুঃখ ভালোমন্দ,
সত্যের ইতিহাস কোথাকার ইশারায়
মিথ্যে সাধনায় ক্ষণে ক্ষণে হয় যে জব্দ !
রাষ্ট্রের নেতারা ইদানীং বলে যায়,
নানা ঢঙ্গে এলোমেলো কিছু চমকপ্রদ শব্দ,
'সত্য কথন সত্য বচন-
প্রাণ থাকতে আজীবন বলবোই তো বলবো।'
মানুষের নেতাগণ জনতাকে
যা ইচ্ছে তা বলে,কেনও যে করে প্রলুব্ধ ?
নির্বাক জনতা মেনে নিয়ে বলে-
'কথা গুলো শুনতে নয় তো একদমই মন্দ !’
সেলিব্রেটি নেতারা ক্ষমতার শক্তিতে
টিপ্পুনি কেটে কয়-'এখানেই তো জীবনানন্দ।'
আমাদের স্বাধীন রাজ্যে
কেন যে মানুষেরা আজ নীরব সাধনায় মগ্ন ?
সম্প্রীতির দেশটায় বিভাজন সৃষ্টিতে
চাটুকার নেতাগণ
ভং ধরে কেঁদে কয়-'দিব আমি রক্ত,
মহান নেতা ও জনতার, একমাত্র আমরা ই ভক্ত।
দাম্ভিক নেতারা ভাষায় যত না দেখায় দম্ভ,
জানে না কি তারা ! সাক্ষীর ইতিহাস,
ভেঙ্গেছে যে কত বড় বড় নেতাদের মেরুদণ্ড ?
নেতাদের ইচ্ছেতে
ক্ষমতায় গড়েছে যে প্রশাসন যৌথ সন্ধি
প্রজন্মের নতুনেরা লজ্জাতে হেসে মরে-
'আমরা কি রাষ্ট্রের প্রতিবন্ধী' ?
বিকৃত নেতাগণ
জনতাকে ভয় হুমকিতে করেছে নজরবন্দি,
প্রশাসন ও ধিক্কৃত নেতারা
ক্ষমতায় গড়েছে এ কি মিত্র ?
সাধুবাদী ভাবুকেরা দেখে কয়
"এ কেমন দেশের চিত্র ?"
চেতনায় আমরা কি তবে !
স্বাধীন জনতাকে করছি বিভক্ত ?
মানি না তো মানি না,আর নয় প্রতিবাদী রক্ত,
বিরোধীরা শান্তিতে ফিরে চায় জাতীর জাতীয় গণতন্ত্র ।