১৮২১সাল
হয়তো ছিল তেমনি রঙ্গিন।
রঙ্গে ভরা সু-শোভিত সুস্থির নিখিল জমিন।
ফুল ফল সোনাঝরা ফসলে রঙ্গিন।
হয় তো ছিল !
আনন্দঘন টনটনে শব্দহীন
সোনালী রোদ্দুর বিকেল ।
পঞ্জিকায় চোখ রেখে দিন ক্ষণ ছুটে চলা নির্ভুল।
বিবেকের তাড়নায় দুঃখ শোকে হরদম,
বিপদ,মানবিকতায় দিনকুল আকুল ।
হয় তো ছিল সে দিন,
শৈশব যৌবন ভয়হীন ডানপিটে ডাংগুলি,
কত কি খেলুড়ে জয়গান স্বীকৃতি অবদান।
পান সুপারি দাগ কাটা ঠোটে,
আরও কত কি ,লালন মারফতি ভাটিয়ালী ,
জারী শারী পল্লীমাঝির
অন্তরপোড়া হৃদয়ছোয়া গান।
পিঠা পুলি মণ্ডা মিঠাই নবান্নতে অহর্নিশ
ননদ ভাবী বউ শাশুড়ির হাসি ঝরা কলতান।

হয়তো ছিল !
গল্পভরা সকাল বিকেল,
শিশির ভেজা সন্ধ্যারাতে পানের সাথে,
নরম আলোয়ে মাদুর পেতে দুধের কাপে,
নানান ঢঙ্গে চুমুক মাখা গল্প রাশি রাশি ।
হয়তো ছিল,
উঠোন কোনে বাঁশ বাগানে চাঁদের হাসি,
দিঘীর জলে
জোনাক আলোয়ে চাঁদের মাখামাখি ।

এখন ২০২১সাল,
রাতদিন যাপিত জীবনে
হরদম দাপিয়ে বেড়ায় বিভেদের হানাহানি।
চারিদিকে অস্থির ড্রাকুলার বেসে,
গিলে খায় মানবতার অমর জয়বাণী ।
বড় বড় একচোখা একরোখা মানবীয় নেতাদের
হাতের তর্জনী আর চোখে মুখে দোল খায়,
বুলি আর চেতনায় আদর্শের জাগরণী ।
ভয় হয় ! জীবন রবে কেন এত সংশয় ?
তবে কি এরা বিবেক বোধের মানুষ নয় ?

স্বার্থপরতা নীলে আঁকা আগামীর ২০৪১ সাল,
হয়তো হবে তোলপাড় লোভ শাসনে,
চলন বলন ক্ষণেক রক্ষক ক্ষণে ক্ষণে
জমকানো চমকরাঙ্গা সাজানো গুণাবলি,
মারদাঙ্গা অন্য কোনো রূপে মহামারী,
সাথে নিয়ে পাশাপাশি, 'এই বুঝি এলো এখুনি।'