আমি নির্মল অরণ্যের কাছে যাবো ।
অরণ্যের স্পর্শ সুধা,
পাওয়ার জন্য আমার হৃদয় কাঁদে ।
মানব মানবীর ক্ষয়ে যাওয়া হৃদয়াত্মাকে
অবারিত রাত্রির আধার হতে,
জ্যোতির্ময় দীপ্ত আলোয়ে নক্ষত্র পথে,
নির্মল অরণ্যের স্পর্শে-
আমি উহাদের জাগাবো ।
পাহাড়ি ঝর্ণার
জলস্রোতে পবিত্র শীতলতা,
অকুতোভয় নির্ভীক
বিবেকের দাম্ভিক প্রহরী সত্তা,
দেহের ভেতরের অশুভ চঞ্চলতায়,
নতশিরে বিসর্জন দিয়ে,
সীমাহীন অরণ্যের স্পর্শে-
আমি আমাকে খুঁজে নেবো ।
নানা ঢংঙ্গে নানা রঙ্গে,
বন্ধনহীন অরণ্য পাখিদের,
নিত্য নন্দিত কর্ম কোলাহল ব্রত স্বভাব ,
সরল সত্যের ইচ্ছে ডানায় ভর করে,
আমি উহাদের সজীবতায় ভাসাবো ।
দিশাহারা পথচলা যাত্রীদের,
সমুদ্র বহতা লোনাজল,
সপ্তর্ষির চিরায়ত দৃঢ় বন্ধনে,
সুরলা বাঁশির সুরভিত আনন্দ ধারায়,
সুশোভিত জাগতিক স্পর্শকাতরতায়,
উহাদের আমি দিব্যলোক সাজাবো ।
এ ধরালয়ে সৃজনী শোভা হতে
অরণ্যের মহতী তৃপ্তসুধা গ্রহণে,
আমি তাহাদের সাথে চির কাল ই
পরম আত্মার দেবালয়ে রয়ে যাবো ।