বল দেখি বল,
কেউ কি জানে ?
মনের মানুষ আছে কোন সনে ?
বলবি কিরে কেউ ,
কোন অভিমানে ?
চোখের কোণে ,
টপ টপিয়ে অশ্রু কেন ঝরে ?
বল দেখি ওরে বল !
কেউ কি জানে ,
দুঃখগুলো ফাঁদ পেতেছে
মায়ার জালে,কোন সে অকারণে ?
বল দেখি ওরে বল ,
নিথর নিঝুম আশ্রয়টাকে ,
হৃদয় কোণে আশ্রয় দিয়ে
ভুলের ঘরে কোন সে জনক !
রাত্রি দুপুর লাগাম টেনে স্বপ্ন আঁকে ?
বল দেখি ওরে বল ,
কি কারণে ঘোরের স্মৃতি
ছায়া ঘেরা আঙ্গিনাতে ,
অকারণে টাপুর টুপুর ভিড় করে ?
বল দেখি ওরে বল !
আদর মাখা অলস মাঘের ওম রাতে ,
অসংকোচে ক্রোধের চিতায় ,
অকারণে রিনি ঝিনি তুফান তোলে ?
বল দেখি ওরে বল !
আমার যা কিছু সব ,
পুতুল খেলার মেলার সাথী ,
বিষণ্ণতার ঘূর্ণিপাকে ,
বুকের পাতে নাচন করে ?
কোন কারণে ,
সর্বনাশের দোলায় দোলে ,
মৃত্যু পথে তোদের ছেড়ে ,
রত্নকরের সঙ্গ রথে ! আমায় ডাকে ?