এ শহরে ফাগুন আসুক আবার
এ মনে আগুন জ্বলুক
ফাগুনে কৃষ্ণচূড়া ফুটুক আবার
এ শহরে ফাগুন আসুক আবার
পিজ ঢালা রাজপথ
উত্তাল হোক বজ্র শপথ তোমার
এ শহরে ফাগুন আসুক আবার
রক্তিম লাল বর্ণ হোক
দিনটা রোদেলা হোক সবার
এ শহরে ফাগুন আসুক আবার
চুলোই খই ফুটুক
প্রতিবাদের ভাষা উঠুক এবার
এ শহরে ফাগুন আসুক আবার
যতো অন্যায় অনাচার
সব হোক প্রতিকার দরবার
এ শহরে ফাগুন আসুক আবার
তেজদীপ্ত বাঙালির হুংকার
ফিরবে বাঙালির অহংকার বাবার