দুর্বল প্রতিবাদ
১৭/০৫/১৭

আমি অসহায় তাই আঁকি ছবি।
অন্যায় জুলুম আর অনাচার।

দুর্বল সমাজ মাঝে লিখি তাই।
আঁড় চোখে দেখি শুধু চুপিচুপি।
দীর্ঘশ্বাস ফেলি আমি বহুরুপি।
প্রভুর কাছে প্রার্থনা  যে সদায়।

প্রতিবাদী হাতিয়ার রঙতুলি।
গোপনে মনের কোনে ছবি তুলি।

***  ***  ***  ***  ***

বাহাদুরি
তারিখঃ ১৫/০৫/১৭

আমরা যারা আজকে এ জগতে,
বড়াই করে ফিরছি গর্ব ভরে।

কিসে বড়াই সরছো তুমি আজ,
কেনবা তুমি আসলে এ ভুবনে,
কি সব তুমি করছো সংগোপনে,
খোজ রাখোকি নিজের কোন কাজ?

খাটবে নাতো তোমার বাহাদুরি,
সন্ধা হলেই করবে আহাজারি।

*** *** *** *** *** ***
জীবনের ডায়েরী
তারিখঃ ১৫/০৫/১৭

মনের অজান্তে চলেছি লিখে, পাপ কালিমা।
কাটছে সময় আঁধার পথে হচ্ছে লালিমা।

অন্যয় আজ মিষ্টি লাগে করছি ক্ষতি।
গায়ের জোরে আপনি মোড়ল ভাবছি আমি,
কেমন হবে যখন তুমি রইবে ঘুমি?
পরের জন্য কাটছো নালা নিজের জ্ঞাতী।

দুনিয়ার এই রঙ্গো মঞ্চো ভঙ্গো হবে,
সুন্দর দেহ ফানা হবে পড়ে রবে।