আবরনের স্নিগ্ধতা হারিয়েছে আলটপকা
আচরনে এনেছে রুক্ষতা, স্থবিরতা
এলোমেলো জীবনে অনভ্যস্ত নিদ্রাহীনতা
আছে একান্ত নিজস্ব কিছু স্বপ্নকথা এবং আর্দ্রতা
আশৈশব স্বপ্নের রাজ্যে ঘুরতে থাকার ব্যস্ততা
ছদ্মবেশী মায়া আমায় ঘুমোতে দিচ্ছে না।

অন্ধের চোখে ছানি পড়ার মত অসংলগ্নতা
নক্ষত্রের মৃত্যু নেই ধ্রুপদী সত্য কথা
চিরকাল থমকে দেওয়া হাজারো অলৌকিকতা
মানুষের চোখে মুখে শুধুই রহস্যময়তা
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত আমার কথামালা
জীবন-চরিত তুচ্ছ করে আমায় ঘুমোতে দিচ্ছে না।

আমি ঘুমোতে পারছি না অগ্নিময় যন্ত্রনা
বৈদুর্ষমণির মতো চোখ মেলে অনন্ত প্রতীক্ষা
স্বপ্নগুলো আমায় আজন্ম রেখেছে শশব্যস্ত
আমি ঘুমোতে পারছি না, আমায় ঘুমোতে দিচ্ছে না
আমায় ঘুমোতে দিচ্ছে না, ঘুমোতে দিচ্ছে না।

১৪/০৩/২০১৬