অতীত,
আজ আমি বিব্রত তোমায় নিয়ে
তোমার জন্যই আহত, অসহায়
তোমার কি একটু সময় হবে?
অবচেতন মন থেকে ফেলে আসা
কিছু ভালো সময় টেনে বর্তমানে,
আর ভবিষ্যতের কিছু দুঃখ কথা
উজার করে তোমায় দিতাম।
একটু সময় হবে কি তোমার?
একচিলতে রোদ্দুর সমান হাসি
কেড়ে নিতাম তোমার থেকে,
বিনিময়ে এক সমুদ্র দুঃখ দিতাম।
অল্প কিছু সময় হবে কি তোমার?
নিজেকে বিলিয়ে দিতাম তোমার মাঝে
জীবন থেকে গ্লানি মুছে ফেলতাম।
সময় হবে কি তোমার?
আবার আত্মহারা হতাম।
০৫/০৩/২০১৬