মা,
তোমার মমতার ছায়ায় আমার জন্ম নেয়া
তোমার হাত ধরে প্রথম চলতে শেখা
তোমার ভাষায় প্রথম কথা বলা
তোমার কোমল পরশে, মমতার আবেশে
আমার বেঁচে থাকা,
জীবনের আলো দেখা,
তুমিই আমার অনন্য প্রথম ভালোবাসা
তুমি আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া।
মাগো,
তুমি না থাকলে জীবনটা এমন মধুর হতোনা
তুমি না থাকলে পৃথিবীটা দেখা হতোনা
তুমি না থাকলে জীবন সংগ্রামে মুক্তি মিলবে না
তোমার মত মাগো, কেউ এত ভালোবাসে না।
মা তুমি,
আমার মনের মধ্যে আনন্দের অবগাহতা
মমতা দিয়ে ঢেকে ফেল সকল বর্বরতা
মায়ার বাধন আর আদরের ছোঁয়া,
আমার কষ্ট পাওয়া নিরব মনে, সরবতা দাতা।
মা-মাগো,
তোমার মত এত যতন কেউ করে না
তোমার মত এত আপন কেউ ভাবে না
তোমার ঋণ কোনদিনও শোধ হবে না
মাগো তোমার পায়ের নিচে আমার বেহেস্তের ঠিকানা,
তোমায় অনেক অনেক ভালোবাসি মা।
১০/০৫/১৫