স্ববাক পৃথিবীর নির্বাক সভ্যতায়
অবাক আমি,
একক স্বত্তা মম'ধারণ করে
কথিত সভ্যতার আখ্যানে
বিরল অরণ্যে পরাভবতার আবরনে
মৌলিক মানবতা বিজনে
সভ্যতার মনোরঞ্জনে
সত্য ভুলে দাঁড়িয়েছি বর্তমানে,
আমি নির্বাক হয়ে বসে আছি
সভ্যতার নির্মম বেড়াজালে দিশেহারা
আমি কোথায় দড়িয়ে আছি?
সময়ের প্রয়োজনে খুব সহজে মানুষ
বদলে, না অধঃপাতে যাচ্ছে?
নিজের মত করে রঙিন মোড়কে সাজিয়ে
নিলামে তুলছে আমার গর্বের
প্রাচিনতম পবিত্র সভ্যতাকে।
শাসনের নামে অবিরাম শোষণ
বিচারের নামে অবিচার
আধুনিকায়নের নামে অশ্লীল ভাষা চর্চা
বাঁচার তাগিদে দালালের হাতে সম্ভ্রম
ব্যাবসার নামে খাবারে বিষ, গণহত্যা
আমাদের বিবেক হাসতে হাসতে মরে গেছে
আজ সভ্যতার আকাশের সূর্য অস্তগামী।
হে মানব,
জাগো, থমকে দাঁড়িয়েপড়া সভ্যতাকে
সচল কর। বদলাও মানসিকতা।
০৯/০৮/১৫