ভন্ডামীরও একটা সীমা থাকে
তোমার তা নেই।
মূর্খতারও একটা সীমা থাকে
আমার তা নেই।
চর্ব্য, চোষ্য, লেহ্য সবকিছুর মাঝেই
তোমার ওই হতচ্ছাড়া মুখটাই
দেখি; সকাল, দুপুর আর রাত।
নাদান এই মনটা বুঝতেই চায় না
তোমার বালক হাসির আড়ালে
লুকিয়ে আছে কি রহস্য!
কালকেউটে সাপে কামড়ালে কি
পক্ষঘাত হয় কিনা জানিনা;
তোমার কামড়ে আজ আমি ---
পক্ষাঘাতগ্রস্ত।