জানি কখনোই পিছু ফিরে দেখোনা তুমি,
সময়ের আবেগেই মোহ আছে যে!
বায়বীয় অনুভূতি রাজ করে যেখানে
সেধে সেধে কেই বা চায় বিবেকের
তাড়া খেতে?
জানি কদাচিৎ আয়নায় মুখ রাখো তুমি
প্রিয় মানুষদের প্রিয় কথাই
আয়না যে তোমার,
সেধে সেধে কেই বা চায় বার্ধক্যের
কারিশমা দেখতে?
সুন্দরীর দেহলতা দেখার বড় সাধ তোমার
মনের পিপাসা চোখেও যে মেটে
ঝলসে যদি যায় সে চোখ, যাক্ না
সেধে সেধে কেই বা চায়
মানীর মান হারাতে?
প্রিয়ার চোখে চোখ রাখতেও ভয় আজকাল--
স্বহস্তে মেরেছিলে যে বিড়াল,
একদিন বাসরে; নাজানি কখন
বেড়িয়ে পড়ে ঝোলা খুলে!
সেধে সেধে কেই বা চায়
সত্যের পরাজয় দেখাতে?
কূপের গভীরে তাকিয়ে দেখো,
একবার দেখো, স্বচ্ছ
পানিতে তোমার অবয়ব,
হয়ত আহবান পাবে পতনের--
পতিত হয়েই যাও যদি
দেখবে কি আর নিজেকে? শুধু
অন্ধত্ব মানো বিবেকের।