ভীষণ অসময়ে ডেকে উঠেছিল
বিরহী পাখিটা ---
রিনিঝিনি বাজিয়ে আমার অন্তর ;
সকাল সন্ধ্যা আমার আঙিনা জুড়ে
পাখিটার কুহু কুহু ডাক
অনাবিল প্রশান্তি দিত আমায়।
অসময়ে সুখের গান শুনিয়েছিল
বসন্তের কোকিলটা,
একাত্ব হয়ে সাড়া দিয়েছি আমিও --
যেন ঘোর কলিকাল!
আবার অসময়েই থেমে গেল,
চলে গেল আমায় একা
করে দিয়ে, বড় একা।
বুকের চাঁপা আর্তনাদ
ভোরের সেতারে বাজে;
বাজে রাগ বিহাগে-
আর কি কখনো আসবে না ফিরে
আমার বিরহী পাখিটা?
গাইবেনা সেই গান?
যেই গানে ছিল শান্তি আর
সুখের আহবান!