কেন তুমি বসন্ত-বিলাসী অত্যুত্কৃষ্ট পুজারী হলে না?
কেন তোমার আত্মসমর্পণে কার্পণ্য?
কেন তুমি নিস্পৃহ, নির্লিপ্ত, নির্বাক ও নিষ্প্রাণ?
কেন তোমার চাওয়া- পাওয়া পিছিয়ে
পড়ে প্রতিযোগিতায় ? নির্মম অর্বাচীনতায়।
তোমার সন্যাস-সম নির্মোহ ভালবাসাকে
বারবার ভুল বুঝে ছুড়ে ফেলি আস্তাকুড়ে!
কেন তুমি মন-মন্দিরে এসে শুধু ঘন্টা বাজালে?
কেন তুমি আবছা আঁধারে মৃদু অধর ছুঁয়ে গেলে?
প্রত্যাশিত ছিল তোমার একছত্র আধিপত্য; একত্ববাদের দেবতা হতে!
নড়বড়ে ভীত তোমার --
জায়গা করে দিলে অনেক দেবতার।
কেন তোমার রুদ্ধ আবেগ আমার প্রাণের আলোয় নাচলো না?
কেন তুমি হাতের মুঠোয় পেয়েও আমায়
ফল্গুধারায় ভাসলে না?
কেন তুমি হলে না মৌ-চোর?
কেন তুমি হঠাৎ এসে পেছন থেকে
জড়িয়ে ধরে বললে না "ভালোবাসি"?
আমি তোমায় অপ্রেমী ভেবে সরিয়ে
দিলেম মন থেকে!
তুমি তোমার কঠিন সময় পার কর শুধু একাকীত্বে।