আমাকে অবিন্যস্ত ভাবনায় ডুবিয়ে
তুমি চলে যাও;
সব কিছু এলোমেলো করে দিয়ে
চলে যাও তুমি।
বিশাল এই ভূবনে, খুব একা করে দিয়ে
তুমি জয়ের আনন্দে ছুটে বেড়াও।
আমার হেরেই জীত হয়।
ভাসমান পদ্ম হয়ে
ভাসি জীবন সায়রে,
এই বা কম কি পাওয়া?
কিছু কিছু নিয়ম কি
বেঁধে দিল নিয়তি?
কেন এমন হতে হবে প্রতিবার?
যা কিছু পূর্ণতা সব
তুমি শুষে নেবে;
আমি শূন্য হাতে
রিক্ততার লাল ছোঁব।
এ কেমন বিচার?
ভীষণ দুরাশায় ক্লান্ত দৃষ্টি মেলে
পড়ন্ত বিকাল দেখি।
লালাভ আকাশও কি রিক্ত?
সামনে গভীর রাত, রাতের পরে
আবার দিন। সেই দিনের
নতুন সূর্য ইঙ্গিতে বলে যায়;
“ভাবনায় ক'র না বাস,
ঝেড়ে ফেলো মনের যত কালিমা!
কর্মচাঞ্চল্যেই জীবন সঞ্চারি
সাফল্যের সহবাস।”