মন ভাল নেই,
মন ভাল নেই বলে
জানিয়ে গেছে মন।
সে এক আগ্রাসী, সর্বগ্রাসী মন।
ট্রেন ছুটে চলেছে
তার চেয়েও দ্বিগুণ বেগে
ধেয়ে চলেছে সময়;
সময়ের সাথে পাল্লা
দিয়ে দিয়ে ক্লান্ত মন।
চারদিকে মানুষের মেলা
ভেতরে নিস্তব্ধতার খেলা,
আমি যেন ভিন্ গ্রহের কেউ!
চলন্ত ট্রেনের জানালায় তাকাই,
সব কিছু ছেড়ে চলে যায় --
পথ, গাছ, পুকুর, বাগান
সব দূরে চলে যায়;
হারিয়ে যায়।
শোঁ শোঁ বাতাসেরা
কানাকানি খেলায় মত্ত!
ঝিকঝিক করে ট্রেনের
চাকারা বিবরণ রেখে যায়
বিবর্ণ পাথরের ঘষায় ঘষায়;
জীবনের শেষ স্টেশনে
জীবনকে টেনে নিয়ে যায়।