বিবাহিত হয়েও যখন
প্রেমকাব্যের কলম ধরি;
পাছে লোকের ভ্রুকুটিতে
ভেতর ভেতর মুষড়ে পড়ি।
প্রেম কি তাঁরা কিনেছে ভাই
বিবাহিত নয় যারা?
আমরা শুধুই জীবন জ্বালায়
পুড়বো দ্রোহের অনল ছাড়া?
সমাজ সংসার বুঝে না হায়
এই কবি মন কি যে চায়!
টিটকারি দেয়, শোর মাচায়;
কবিতা পড়েই ভিরমি খায়।
না হয় কিছু মনের বেদন
লিখলামই এই কাগজ খাতায়;
জীবনযাপন যেমন তেমন
শূণ্য সবই জীবন পাতায়।
ঘর বর সখী জরুরী সবই
এ ছাড়া তো জীবন অচল।
কাব্য রচে মনের ভুবন
উত্কর্ষতায় করি সচল।