ঢং ঢং বেজে উঠলো গীর্জার ঘন্টা;
শুনসান কালো রাত
দ্বিতীয় প্রহরে ঢলেছে।
নিস্তব্ধতার মাঝে একধরনের
রহস্যময়তা আছে,
আছে একধরনের অপার্থিব আবেদন।
কানের কাছে ফিস্ ফিস্
করে কেউ বলে গেল
তোমার বুকেও বাজছে ঘন্টা।
বুকের কথা মনও জেনে যায় --
দেহের বাঁধন যখন যোজন যোজন দূরে।
বিচ্ছেদে কি মানুষ ইন্দ্রিয়পরায়ণ হয়?
হয়তো বা।
কোমল শীতের আবছা আঁধারে
শুধু একটাই ছায়ামূর্তি দেখি,
হঠাৎ নাকে লাগা
ঠান্ডা হাওয়ার ঝাপ্টায়ও
তোমার আফটারসেভের সুঘ্রাণ।
তুমি হয়ত তোমার প্রভুর সামনে
নতজানু হয়ে প্রার্থনায় রত।
হয়ত কায়মনোবাক্যে
কামনা করছ আমাকেই,
জীবন ভিক্ষা চাইছ আমার।
এক জীবনে কতকিই না
চাওয়ার থাকে মানুষের,
ক'টাইবা পূরণ হয়?
কিছু কিছু শূন্যস্থান
শূন্য থাকাই বুঝি ভাল।