সুখে নেই আকাশ 
সুখে নেই বাতাস, 
বারুদের পোড়া গন্ধে
মিশে দীর্ঘশ্বাস।

কলুষিত আত্মারা
হিংসায় মাতোয়ারা।
অনুদার মানবতার
টুঁটি চেপে ধরা।

সুখে নেই আমিও
জানে অন্তর্যামীও;
সুখ খোঁজার অসুখে
পোড়ে মন অঙ্গারেও।

রিক্তের বেদন ; 
অসহায়ের ক্রন্দন;
ভুলুন্ঠিত হয়ে আজ
আমাতেই গোপন ।