ওগো জোছনাবিধুর চাঁদ
তোমার মায়াবী রুপালী চন্দ্রালোকে
বিধৌত কর আমার মুখ; নগ্ন বাহু --
সে যেন এসে দেখে আমি
সমর্পনে প্রস্তুত।
ওগো পদ্মরাগ পলাশ
আমার অধরোষ্ঠে পাপড়ি মেলে
রাঙিয়ে দাও; আর আঁখিকে কর
আয়তলোচনা -- রাতের কাজল ভরে।
আমি কম্পিত বিস্ফারিত নেত্রে
অপেক্ষায় আছি তাঁর;
সমর্পনে প্রস্তুত।
ওগো নিস্তব্ধ রাত
আমার নিঃসঙ্গতা ঘুচিয়ে দাও;
একান্ত আপন করে পাবার তরে
সেই বিবাগীরে কাছে এনে দাও।
আমি রাতের চাদরে জড়িয়ে নিয়ে
বলবো, “অপেক্ষায় ছিলাম;
এখন সমর্পনে প্রস্তুত ”!